The Magical House2.0

                                                 The Magical House2.o

এটা আমাদের ম্যাজিক্যাল হাউজের দ্বিতীয় সংস্করণ। ১. এ প্রজেক্ট এর মাধ্যমে, দিন হলে অর্থাৎ সূর্যের আলো উঠলে।আপনার ঘরের জানালাটি, স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। কিন্তু সকালে যদি বৃষ্টি থাকে, তাহলে কিন্তু খুলবে না। তেমনি ভাবে রাত হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাছাড়াও দিনে যদি কোনো কারণে বৃষ্টি হয়। তাহলে জানালাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এতে করে জানালার পাশে থাকা কম্পিউটার, ল্যাপটপ কিংবা বই আর ভিজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া আমরা যদি বৃষ্টি হওয়া কালীন জানালা খুলতে চাই, তাহলে ঘরে থাকা push button একবার প্রেস করলে জানালাটি খুলে যাবে। এবং পুনরায় প্রেস করলে জানালাটি বন্ধ হয়ে যাবে। তাছাড়াও আমরা push button এর মাধ্যমে জানালাটিকে রাতেও খুলতে পারি। ২. আমার মত যারা ব্যাচেলার স্টুডেন্ট আছেন,বা যারা চাকরি করেন তারা দিনে সময় পান না। সারাদিন চাকরি করার পর যখন রাতে এসে তাদের পোশাক ধুয়ে দেন, এবং অনেক সময় দেখা যায় যে বৃষ্টির কারণে পোশাক শুকাতে পারেনা। এতে করেপরবর্তী দিন অফিসে যেতে অনেক সমস্যা হয়। এ সমস্যা সমাধানের জন্য আমাদের এই প্রযুক্তি। আপনি রাতে আপনার পোশাক ধুয়ে কাঙ্খিত স্থানে লাগিয়ে দিবেন। এবং আমাদের এই প্রযুক্তিটি সকল হওয়া মাত্রই অর্থাৎ সূর্য উঠা মাত্রই, আপনার পোশাক সূর্যের আলো পড়া স্থানে নিয়ে আসবে। তাছাড়া দিনে কখনো বৃষ্টি হলে আমাদের প্রযুক্তি আপনার পোশাক স্বয়ংক্রিয়ভাবে একটি ছাউনির নিচে নিয়ে আসবে। এতে করে আপনি আগামীকাল সুন্দর একটি পোশাক পড়ে বের হতে পারবেন। তাছাড়া রাত হলে পোশাক পুনরায় স্বয়ংক্রিয়ভাবে একটি ছাউনির নিচে নিয়ে আসবে ছাউনির নিচে নিয়ে আসবে। ৩. আমরা অনেকেই ছাদে বিলাসবহুল গাছ রোপন করে থাকি। যেগুলোর খুবই যত্ন নিতে হয়। অনেক সময় দেখা যায় যে গ্রামের বাড়িতে যাওয়ার সময়, কিংবা কোথাও বেড়াতে যাওয়ার সময়। এক সপ্তার জন্য গাছে পানি দেওয়া হয়না। এতে করে গাছ মরে যায়। আমাদের এই প্রযুক্তির মাধ্যমে,কোন গাছের জন্য কতটুকু পানি লাগবে তা সেট করে দিব। এতে করে পানি কম হলেই স্বয়ংক্রিয়ভাবে গাছে পানি দিবে। এতে করে গাছ পানিশূন্যতায় মারা যাবেনা। এই প্রজেক্টটি নিয়ে আপনাদের কোন মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ।
Next Post Previous Post
1 Comments
  • caedmongaede
    caedmongaede ৩ মার্চ, ২০২২ এ ৭:১০ PM

    Borgata Hotel Casino & Spa - MapYRO
    Find and 충청남도 출장안마 compare Borgata Hotel Casino & 여주 출장안마 Spa location, 익산 출장마사지 revenue, Borgata Hotel Casino & Spa in Atlantic City offers a 밀양 출장샵 spa, a 용인 출장안마 sports book, and casino.

Add Comment
comment url